• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাইটানের ভেতর মিলল মানুষের দেহাবশেষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৩, ০৮:৩৪ এএম
টাইটানের ভেতর মিলল মানুষের দেহাবশেষ

আটলান্টিক সাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন টাইটানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাবমেরিন টাইটানের ভেতর মানুষের দেহাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছি। স্থানীয় সময় বুধবার সকালে কানাডার সেন্ট জন’স পোতাশ্রয়ে দেশটির পতাকাবাহী একটি জাহাজ থেকে এসব ধ্বংসাবশেষ ক্রেনের সাহায্যে ট্রাকে তুলতে দেখা গেছে। এছাড়া গত ১৮ জুন পাঁচ আরোহী নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিকের নিচে ডুব দেয় টাইটান। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর সাবমেরিটির সঙ্গে উপরের সহযোগী জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই সময়ই এতে বিস্ফোরণ হয়।

টাইটানের ধ্বংসস্তূপের ভেতর দেহাবশেষ পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বলেছে, “টাইটানের ভেতর পাওয়া (অনুমানকৃত) মানব দেহাবশেষ যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞরা বিচার বিশ্লেষণ করবেন।”

টাইটানের ধ্বংসাবশেষ এখন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের একটি কাটারে নিয়ে যাওয়া হবে। সেখানে ডুবেযানটি নিয়ে আরও বিচার-বিশ্লেষণ করা হবে।

মার্কিন কোস্টগার্ডের মেরিন বোর্ড অব ইনভেস্টিগেশন এখন প্রাথমিকভাবে তদন্ত করছে। তারা যাবতীয় তথ্য বন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেবে। তারপর পরবর্তী তদন্ত ও পরীক্ষার কাজ শুরু হবে।

বোর্ডের চেয়ারম্যান এক বিবৃতিতে বলেছেন, কেন টাইটান এই দুর্ঘটনায় পড়ল এবং ভবিষ্যতে কীভাবে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, তা ঠিক করতে এখনো অনেক কাজ করতে হবে। টাইটানের ধ্বংসাবশেষ তুলে আনার ক্ষেত্রে অনেকগুলো দেশ ও মার্কিন সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ফলেই টাইটানের এই ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!