• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল পশ্চিমবঙ্গ পুলিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪, ১২:২৭ পিএম
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল পশ্চিমবঙ্গ পুলিশ

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে রাজ্যের মানুষকে শান্ত থাকতে এবং শান্তি বজায় রাখতে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশ। (৬ আগস্ট) মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, ‘শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন। কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক, এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী।

দর্শকদের অনুরোধ, এই ধরণের কভারেজ দেখার সময় নিজস্ব বিচারবিবেচনা প্রয়োগ করুন, এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনও নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!