করাচি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন বিশ্বখ্যাত ইসলামি বক্তা ড. জাকির নায়েক।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
জাকির নায়েককে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন সিন্ধ গভর্নর কামরান টেসোরি। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও।
এসময় কামরান টেসোরি বলেন, “ইসলামের জন্য ‘সেবার স্বীকৃতি’ হিসেবে ড. নায়েককে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়েছে। আমরা আশা করি, তিনি সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে ইসলাম নিয়ে তার আলোচনা জারি রাখবেন।”
জাকির নায়েক বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। ইতোমধ্যে তিনি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। করাচিতে জনসমাবেশে বক্তব্যও রেখেছেন।
আগামী ১২-১৩ অক্টোবরে লাহোর ও ১৯-২০ অক্টোবর ইসলামাবাদে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।