পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে। এতে এক সেনাসদস্য ৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। খবর ডনের
পাকিস্তানের ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়েছে, ৮ ও ৯ ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনী দেরা ইসমাইল খান জেলার সাধারণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান (আইবিও) পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হয়। এই অভিযানে তিন সন্ত্রাসী নিহত এবং অপর দুজন আহত হন।
এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মীর আলীর সাধারণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় উভয়পক্ষের গুলি বিনিময় হয়।
নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন খোয়ারিজ (সন্ত্রাসী) নিহত হন এবং তিনজন খোয়ারিজ আহত হন।
এদিকে পেশোয়ার এবং কোহাটের সীমান্তে হাসান খেল মহকুমায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে একজন সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।