• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬
পাকিস্তানের বেলুচিস্তান

গাড়িবহরে সন্ত্রাসীদের বিস্ফোরণ, ৩ পুলিশ নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ১২:৫৮ পিএম
গাড়িবহরে সন্ত্রাসীদের বিস্ফোরণ, ৩ পুলিশ নিহত
ছবি : সংগৃহীত

পুলিশের গাড়িবহর লক্ষ্য করে সন্ত্রাসীদের চালানো ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৮ সদস্য। মঙ্গলবার (১৫ এপ্রিল) পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুংয়ের শামসাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর ডনের


বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, ‘কালাত থেকে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িকে আইইডি দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল।’

শহিদ রিন্দ জানান, বিস্ফোরণে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির তিন জওয়ান শহিদ হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে আরও ১৬ জন আহত হয়েছেন। তবে মাস্তুংয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ইউনাস মাগসি আহতদের সংখ্যা ১৮ বলে জানিয়েছেন।

আহত পুলিশ সদস্যদের স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং গুরুতর আহতদের মাস্তুং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কোয়েটায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান রিন্দ।

মুখপাত্র আরও বলেন, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গলের একটি অবস্থানে বেলুচিস্তান কনস্ট্যাবুলারি কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

Link copied!