ক্লাসে বসে পর্ন দেখছেন শিক্ষক, ছাত্র দেখে ফেলায় যা করলেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০১:৫১ পিএম
ক্লাসে বসে পর্ন দেখছেন শিক্ষক, ছাত্র দেখে ফেলায় যা করলেন
প্রতীকী ছবি

ক্লাসের মধ্যে বসেই পর্নোগ্রাফি ভিডিও দেখছিলেন শিক্ষক। সেই ঘটনা দেখে ফেলে এক ছাত্র। এরপর আট বছরের সেই ছাত্র বাকিদের সঙ্গে হাসাহাসি শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রকে বেধড়ক মারধর করেন শিক্ষক। ৮ বছর বয়সী ভুক্তভোগী ছাত্রের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষককে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ঝাঁসিতে। অভিযুক্ত শিক্ষকের নাম কুলদীপ যাদব।

ছাত্রের বাবা পুলিশকে জানিয়েছেন, তার ছেলের কানে এবং মাথায় আঘাত লেগেছে। প্রায়ই ওই শিক্ষক ক্লাসে বসে এ ধরনের ভিডিও দেখতেন বলে অভিযোগ। বাঁশ দিয়েও ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে কুলদীপের বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ঝাঁসি গ্রামীণের পুলিশ সুপার গোপীনাথ সোনি জানিয়েছেন, শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ক্লাসে ঠিক কী ঘটেছিল, তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ক্লাসে বসে অশ্লীল ভিডিও দেখছিলেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছেন, এখনও তা জানা যায়নি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!