• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার ৩য় শ্রেণির পর মেয়েদের পড়াশোনা বন্ধ করল তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৫:২৫ পিএম
এবার ৩য় শ্রেণির পর মেয়েদের পড়াশোনা বন্ধ করল তালেবান
স্কুল পড়ুয়া আফগান কিশোরীরা। ফাইল ছবি

আফগানিস্তানের কয়েকটি প্রদেশে দশ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে দেশটির তালেবান সরকার।

রোববার (৬ আগস্ট) বিবিসির ফারসি বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাত দিয়ে বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, গজনি প্রদেশের তালেবান শাসিত শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্কুল ও স্বল্প মেয়াদী প্রশিক্ষণ প্রোগ্রামের প্রধানদের বলেছেন যে, দশ বছরের বেশি বয়সী মেয়েদের প্রাইমারি স্কুলে পড়ার অনুমতি নেই।

ওই নির্দেশে আরও বলা হয়, কিছু এলাকায় প্রচার ও নির্দেশনা মন্ত্রণালয় (যা পূর্বে নারী বিষয়ক মন্ত্রণালয় হিসেবে পরিচিত ছিল) মেয়েদের স্কুলের প্রধানদের অনুরোধ করেছিল যে, তৃতীয় শ্রেণির ওপরে অধ্যয়নরত মেয়েদের বাড়িতে পাঠিয়ে দিতে।

পূর্ব আফগানিস্তানের এক ছাত্রী আন্তর্জাতিক গণমাধ্যমটিকে জানায়, তাদের বলা হয়েছিল যে, যে মেয়েরা লম্বা এবং বয়স দশ বছরের বেশি তারা স্কুলে প্রবেশ করতে পারবে না।

জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল তালেবান সরকার। সেসময় বিভিন্ন দেশের পাশাপাশি জাতিসংঘও এই বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছিল।

এদিকে, কট্টরপন্থী তালেবানরা দেশটিতে ক্ষমতাসীন হওয়ার পর থেকে নারীদের বিভিন্ন বিষয়ে অতিমাত্রায় রক্ষণশীল করার  ব্যবস্থা নিচ্ছে। এসব কারণে অনেক ছাত্রী, মানবাধিকারকর্মীরা দেশটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। তালেবান সরকারের একের পর এক নারীবিদ্বেষী বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বিভিন্ন উপায়ে দেশটির নারীরা এখনো দেশ ছেড়ে পাড়ি দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!