• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত সিরিয়ার প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ১২:৪৬ পিএম
ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত সিরিয়ার প্রধানমন্ত্রী
সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল-জালালি। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে সশস্ত্র বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতন ঘটেছে। ব্যক্তিগত উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। তবে রাজধানী দামেস্কেই আছেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল-জালালি। এখন বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার প্রশাসন থাকবে তার হাতে।

আল-জাজিরার খবর, বিদ্রোহীদের হাতে ক্ষমতা তুলে দিতে প্রস্তুত সিরিয়ার সরকার। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল-জালালি চান, বিষয়টি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।

এ ভিডিও বার্তায় সিরিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমি আমার বাড়িতেই আছি। আমি কোথাও পালাইনি। কারণ এটা আমার দেশ।

আল-জালালি আরও বলেন, “আমি সবাইকে যৌক্তিকভাবে এবং দেশের জন্য চিন্তা করার আহ্বান জানাই।” তিনি সাধারণ মানুষের প্রতি সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

সিরিয়ার বিদ্রোহী দুই সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী আগ্রাসনে পিছু হটেছে আসাদের সরকার।

সিরিয়ায় গত ১৩ বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। ২০১১ সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলিকে মদত দিয়েছিল আমেরিকা। পরবর্তী সময়ে আইএসের বাড়বাড়ন্ত রুখতে ন্যাটো বাহিনীও হামলা চালিয়েছিল।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!