• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

গরমে স্কুলে শিক্ষার্থী আনতে শ্রেণিকক্ষে তৈরি হলো ‘সুইমিং পুল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৫:২৯ পিএম
গরমে স্কুলে শিক্ষার্থী আনতে শ্রেণিকক্ষে তৈরি হলো ‘সুইমিং পুল’

তীব্র তাপদাহের কারণে স্কুলে আসতে অনাগ্রহ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। গরমের মধ্যে ক্লাস করতে চাইছে না তারা। তাই শিক্ষার্থীদের স্কুলে আনতে এক অভিনব ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তারা শ্রেণিকক্ষে তৈরি করেছেন সুইমিং পুল।

ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এই অভিনব ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রদেশটিতে এখন ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। কান্নাউজে একটি স্কুলে তাই শিক্ষার্থীদের জন্য নেওয়া হয়েছে অভিনব ব্যবস্থা। গরমের কারণে অনেক শিশুই স্কুলে যাচ্ছিল না। তাদের স্কুলে নিয়ে আসতে এই উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ।

মাহসানপুর গ্রামের ওই প্রাথমিক বিদ্যালয়ে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষের ভেতরে তৈরি অস্থায় সুইমিংপুলে খেলা করছে। দেখতে সেগুলো দুই ফিট পানির ট্যাংকির মতো।

স্কুলের অধ্যক্ষ বৈভব রাজপুত বলেন, “গত কয়েকদিন গরম ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল। এতে করে আমাদের শিক্ষার্থী সংখ্যা একদমই কমে গেছে। তবে যখন ক্লাসরুমগুলোতে আমরা এভাবে পানির ব্যবস্থা করি। বাচ্চারা আবার ফিরে আসতে শুরু করেছে।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!