ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্তের আদেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সেই আদেশ আটকে দিয়েছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সুপ্রিম কোর্টের একজন বিচারক নেতানিয়াহু সরকারের আদেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, এ বিষয়ে শুনানি শেষ না হওয়া পর্যন্ত আদালতের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আগামী ৮ এপ্রিল এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার রোনেন বারকে বরখাস্তের ব্যাপারে মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। তাঁকে বরখাস্তের কারণ হিসেবে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার ব্যাপারে তিনি আগেভাগে আঁচ করতে পারেননি। তার দায়িত্বের শেষ দিন হবে আগামী ৮ এপ্রিল।