• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রুশ ভূখণ্ডে সোভিয়েত আমলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৪, ০৩:২৭ পিএম
রুশ ভূখণ্ডে সোভিয়েত আমলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

রাশিয়ার সীমান্তবর্তী একটি এলাকায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। রোববার (১২ মে) রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্স জানায়, এই হামলা ছিল বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের চালানো অন্যতম প্রাণঘাতী হামলা। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সোভিয়েত আমলের।

ভিডিও চিত্রে দেখা যায়, যে ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, সেটির অন্তত ১০টি তলা ধসে পড়ছে। জরুরি বিভাগের কর্মীরা তল্লাশি চালানোর সময় ভবনের ছাদ ধসে পড়ে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ০৮৪০ জিএমটিতে অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলাটি চালানো হয়। এটি আবাসিক এলাকায় চালানো সন্ত্রাসী হামলা।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ধ্বংস করে দেওয়া একটি তোচকা-ইউ ক্ষেপণাস্ত্রের টুকরাগুলোর আঘাতে বেলগোরোদ শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। ২০ জন আহত হয়েছেন। এক শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করে। তারপর থেকে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ যুদ্ধ ইউক্রেইনের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!