• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে শিয়া-সুন্নির সংঘর্ষ, নিহত ২৫


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৫:২১ পিএম
পাকিস্তানে শিয়া-সুন্নির সংঘর্ষ, নিহত ২৫

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে শিয়া ও সুন্নি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৭৫ জন। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এপি জানায়, কয়েকদিন আগে আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে এই সংঘাতের সূত্রপাত। একপর্যায়ে সংঘাত বড় আকার নেয়।

কুররামের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, অসংখ্য ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন ও অন্য জাতিগোষ্ঠীরা এই সংঘর্ষ বন্ধের অনেক চেষ্টা করেছে।

খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ আলি জানান, উত্তেজনা নিয়ন্ত্রণে প্রশাসন জনগোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে নিয়ে কাজ করছে। দুই পক্ষই সংঘাতবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। গত জুলাইয়েও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ থেকে হওয়া সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!