• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নাচের স্কুলে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ১০:২১ এএম
নাচের স্কুলে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

ভারতের চেন্নাইয়ে অবস্থিত ভারতনাট্যম নাচ শেখার বিখ্যাত প্রতিষ্ঠান রুক্মিণী দেবী কলেজ অব ফাইন আর্টস। সেখানের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক এ কলেজের একজন সহকারী অধ্যাপক।

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রথম যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী লীলা স্যামসন। ২০২২ সালের ডিসেম্বর মাসে ফেসবুকে তিনি এক পোস্টে জানান, কলেজের একজন শিক্ষক ‘শিক্ষার্থীদের যৌন নিপীড়ন’ করছেন এবং তিনি একজন ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন।

লীলা স্যামসন তার পোস্টে অভিভাবকদের সতর্ক করে দেন যেন তারা তাদের মেয়েদের ওই ইনস্টিটিউটে না পাঠান, যেখানে তার ভাষায় ‘যৌন শিকারিরা’ বিচরণ করছে। তবে তিনি তার ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ করেননি।

এই ইনস্টিটিউটে যৌন হয়রানিবিষয়ক একটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) রয়েছে। কমিটির আইনজীবী বি এস অজিতা। তিনি গণমাধ্যমকে বলেন, “ছাত্রীটির নাম যেভাবে এ বিতর্কে টেনে আনা হয়েছে সেটি দুঃখজনক। যেহেতু নারী শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন তাই এই কেসটি ক্লোজ করা হয়।”

এসব অভিযোগকে কেন্দ্র করে ইনস্টিটিউটের দুই শর বেশি শিক্ষার্থী কয়েক দিন ধরে বিক্ষোভ করেছেন। তারা বলেন এই ক্যাম্পাসে বছরের পর বছর ধরে যৌন হয়রানি ঘটছে কিন্তু প্রশাসন তাদের অভিযোগকে উপেক্ষা করেছে।

Link copied!