ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক উমেশ উপাধ্যায় একটি ভবন থেকে পড়ে মারা গেছেন। দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
জানা যায়, রোববার স্থানীয় সময় সকালে নিজের বাড়ির সংস্কারকাজ পরিদর্শন করছিলেন উমেশ। সকাল সাড়ে ১০টার দিকে তিনি চারতলা থেকে দ্বিতীয় তলায় পড়ে যান। এ সময় মাথায় আঘাত পান উমেশ। বেলা ১১টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চার দশকের কর্মজীবনে টেলিভিশন, রেডিও, প্রিন্ট ও ডিজিটাল সংবাদমাধ্যমে কাজ করেছেন উমেশ উপাধ্যায়। ভারতের টেলিভিশন ও ডিজিটাল সংবাদমাধ্যমে তাঁর বেশ অবদান রয়েছে। সম্প্রতি ‘ওয়েস্টার্ন মিডিয়া ন্যারেটিভস অন ইন্ডিয়া: ফ্রম গান্ধী টু মোদি’ নামে একটি বই লিখেছেন উমেশ।
সাংবাদিক উমেশ উপাধ্যায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেক শোক ও সমবেদনা জানিয়েছেন।