২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের সঙ্গে যেসব সরকারি কর্মকর্তা জড়িত থাকবেন তাদের ব্যবহার করা আইফোন ফেলে দিতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মূলত নির্বাচনে নিরাপত্তা ও পশ্চিমা গোয়েন্দারা যাতে হস্তক্ষেপ করতে না পারে এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, যারা আইফোন ফোন ব্যবহার করেন, তাদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য ‘আইফোন ছুড়ে ফেলে দিন’- এই মর্মে একটি নির্দেশ দেওয়া হয়েছে। আইফোনের বদলে অ্যান্ড্রয়েড ফোন বা যেসব স্মার্টফোনে দেশীয় অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, তা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার একাধিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ এপ্রিলের মধ্যে আপনার আইফোন ছুড়ে ফেলে দিতে বলা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে মস্কোয় প্রযুক্তি–বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই আয়োজনে সরকারি কর্মকর্তাদের আইফোন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়। এর বদলে অ্যান্ড্রয়েড, চীনা প্রযুক্তির স্মার্টফোন কিংবা রুশ কোম্পানির তৈরি করা ‘অরোরা’ অপারেটিং সিস্টেম রয়েছে এমন স্মার্টফোন ব্যবহার করতে বলা হয়।
ওই সেমিনারে উপস্থিত ছিলেন এমন একজন ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, “আপনার আইফোন হয় ফেলে দিন, নয়তো শিশুকে দিয়ে দিন।”
রাশিয়ার প্রেসিডেন্সিয়াল প্রশাসনের ফার্স্ট ডেপুটি হেড সের্গেই কিরিয়েঙ্কো সরকারি কর্মকর্তাদের ১ এপ্রিল পর্যন্ত সময় বেধে দিয়ে জানিয়েছেন, এর মধ্যেই নিজেদের ব্যবহার করা আইফোন বদলে ফেলতে হবে।
প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। এর পরপরই রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয় আইফোনের প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। এর পরও রুশ নাগরিকদের আইফোন ব্যবহার থেকে ফেরানো যায়নি। দেশটির অনেকেই বিভিন্ন উপায়ে হালনাগাদ সংস্করণ আইফোন–১৪ সংগ্রহ করেন।