• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিখোঁজ ২ তরুণীকে খুঁজতে গিয়ে মিলল ৭ মরদেহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৩, ০৫:৪৭ পিএম
নিখোঁজ ২ তরুণীকে খুঁজতে গিয়ে মিলল ৭ মরদেহ

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে দুই তরুণীসহ মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে রাজ্যটির হেনরিয়েটা শহর দুই মার্কিন তরুণীর সন্ধানে গিয়ে সাতটি মৃতদেহ খুঁজে পায় তারা।

মঙ্গলবার (২ মে) বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, ১৪ বছরের ইভি ওয়েবস্টার ও ১৬ বছরের ব্রিটানি ব্রুয়ার ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার পর তাদের খুঁজছিল পুলিশ।

অবশেষে জেসি ম্যাকফাডিন নামক এক ব্যক্তির বাড়িতে পাওয়া যায় তাদের মরদেহ। সেখানে ম্যাকফাডিনসহ তার পরিবারের সদস্যদেরও মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স বলছে, ওকলাহোমা অঙ্গরাজ্যের হেনরিয়েটা শহরের কাছে সোমবার বিকেলে নিখোঁজ দুই কিশোরী এবং একজন দোষী সাব্যস্ত যৌন অপরাধীসহ সাতজনের মৃতদেহ পাওয়া গেছে বলে কাউন্টি শেরিফ জানিয়েছেন।

ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেছেন, যৌন অপরাধী জেসি ম্যাকফাডিন যেখানে থাকতেন সেখানে অফিসাররা তল্লাশি চালানোর সময় ১৪ বছর বয়সী ইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সী ব্রিটানি ব্রুয়ারের মৃতদেহ পাওয়া গেছে।

অন্যান্য মৃতদেহ সম্ভবত ম্যাকফাডিন এবং তার পরিবারের সদস্যদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

যদিও রাইস সতর্ক করে বলেছেন, মেডিকেল পরীক্ষকের মাধ্যমে এখন পর্যন্ত কোনো ভুক্তভোগীকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি।

এর আগে সোমবার দিনের প্রথম ভাগে দুই তরুণী নিখোঁজ হওয়ার বিষয়ে অ্যাম্বার সতর্কতা জারি করে কাউন্টি। কিন্তু মৃতদেহ উদ্ধার হওয়ার পর পর সেই সতর্কতা বাতিল করা হয়।

রাইস বলেন, “ভুক্তভোগীদের পরিবার, বন্ধু, স্কুলের সহপাঠী এবং অন্য সকলের জন্য সমবেদনা। এটি কেবল একটি ট্র্যাজেডি। সোমবার আনুমানিক বিকেল ৩টার দিকে অফিসাররা ঘটনাস্থলে যান এবং অনুসন্ধান করেন। পরে তাদের মৃতদেহ পাওয়া যায়।”

ব্রিটানির বাবা নাথান ব্রুয়ার বলেন, “রোববার বাড়িতে ফেরার কথা ছিল আমার মেয়ের। আর কোনোদিন ফিরবে না সে।”

উল্লেখ্য, ২০০৩ সালে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খাটেন ৩৯ বছরের ম্যাকফাডিন। ২০২০ সালে জেল থেকে মুক্তি পান এই ব্যক্তি। এছাড়া এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!