স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকলেন এক ব্যক্তি। মুহূর্তে ঝরে গেল ১১ শিক্ষার্থীর প্রাণ। সুইডেনে একটি স্কুলে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় অরেব্রো শহরের একটি স্কুলে এই হামলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হামলাকারী বন্দুক নিয়ে রিসবার্গস্কা নামের স্কুলটিতে প্রবেশ করে। এরপর এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে হামলাকারী। পরে নিরাপত্তাকর্মীদের গুলিতে হামলাকারী নিহত হয় বলে ধারণা করা হচ্ছে।
একজন বন্দুকধারীই এই হামলা চালিয়েছে বলে ধারণা হচ্ছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য জানা যায়নি। হামলায় কোনো গোষ্ঠী জড়িত আছে বলে প্রাথমিকভাবে মনে করছে না পুলিশ। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
অরেব্রোর পুলিশপ্রধান রবার্তো ইদ ফরেস্ট এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হামলাকারী বন্দুকধারী ছিলেন। তিনি একা ছিলেন, প্রাথমিক তদন্তে তার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আমরা পাইনি। হামলার উদ্দেশ্য এবং হামলাকারী সম্পর্কে জানতে তদন্ত চলছে।’
স্কুলে হামলার ঘটনায় শোক জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন। এই হামলা সুইডেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা বলে মন্তব্য করেন তিনি।