• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

৮০ টি বাজপাখিকে উড়োজাহাজে চড়ালেন সৌদি যুবরাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৪:১৩ পিএম
৮০ টি বাজপাখিকে উড়োজাহাজে চড়ালেন সৌদি যুবরাজ
৮০ টি বাজপাখিকে উড়োজাহাজে চড়ালেন সৌদি যুবরাজ। ছবি: সংগৃহীত

পায়ে দড়ি বাঁধা, মাথায় হুড। উড়োজাহাজের আসনে যাত্রীর বদলে বসে আছে বাজপাখি। সৌদির এক যুবরাজ তার ৮০টি বাজপাখির প্রত্যেকটির জন্য বিমানের ৮০টি টিকিট কিনেছিলেন। ছয় বছর আগের পুরাতন এ ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আবার ভাইরাল হয়েছে।

ঘটনাটি অদ্ভুত হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্লেনে করে বাজপাখি নিয়ে যাওয়া নতুন কিছু নয়।

বিমানে যাতে পাখিগুলোর অসুবিধা না হয় ও নিরাপদে থাকে, তার জন্য ওই যুবরাজ প্রত্যেকটি পাখির জন্য আলাদা টিকিট কেনেন। উড়তে না পারার জন্য প্রত্যেকটি পাখির মাথায় ‘হুড’ ও পায়ে ‘আংটা’ পড়ানো ছিল।

উড়োজাহাজে বাজপাখি নিয়ে যাওয়া পুরাতন ঐতিহ্য হলেও এই ছবিটি বিশেষ হওয়ার আলাদা কারণ রয়েছে। এ পাখিগুলোর প্রত্যেকটির নিজস্ব পাসপোর্ট রয়েছে। যার কারণে তারা তাদের মালিকদের সঙ্গে যেকোনো সময় দেশের বাইরে যেতে পারে। এসব পাখিকে শিকার প্রতিযোগিতা থাকলেই সাধারণত দেশের বাইরে নিয়ে যান পাখির মালিকরা।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পাখি বাজপাখি। যার কারণে আরও কয়েকটি উপসাগরীয় এয়ারলাইনসে এই পাখিদের পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!