• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনের ৬৫ বন্দী নিয়ে রুশ উড়োজাহাজ বিধ্বস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪, ০৪:১৩ পিএম
ইউক্রেনের ৬৫ বন্দী নিয়ে রুশ উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত। ছবি : সংগৃহীত

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে  ইউক্রেনের ৬৫ জন বন্দী ছিলেন। যাদের সবার মৃত্যু হয়েছে।  

বুধবার (২৪ জানুয়ারি) রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ।

আরআইএর তথ্যমতে, উড়োজাহাজতে রুশ বাহিনীর হাতে বন্দী ইউক্রেনীয় সেনারা ছিলেন। যাদের বন্দী বিনিময়ের জন্য বেলগোরোদে নিয়ে আসা হচ্ছিল।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, তিনি উড়োজাহাজ দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন এবং ঘটনাস্থলে গেছেন। সেখানে উদ্ধারকারী দল পৌঁছেছে। উড়োজাহাজ বিধ্বস্তের কারণ অনুসন্ধান চলছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি উড়োজাহাজ খাড়াভাবে আছড়ে পড়ছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, তারা উড়োজাহাজ বিধ্বস্তের ব্যাপারে জানতে পেরেছেন।

আইএল-৭৬ উড়োজাহাজটি তৈরি করা হয়েছে সেনা, কার্গো, সামরিক সরঞ্জাম এবং অস্ত্র পরিবহনের জন্য। উড়োজাহাজতে সাধারণত পাঁচজন ক্রু থাকেন এবং এটি সর্বোচ্চ ৯০ জন যাত্রী বহন করতে পারে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!