• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ার ৮০ কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০১:৫০ পিএম
রাশিয়ার ৮০ কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ

রাশিয়ার ৮০টি কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। শুক্রবার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (২৬ মে) রাশিয়ার বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, নিষেধাজ্ঞার শিকার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রাশিয়ান মোবাইল ফোন অপারেটর মেগাফোন, ফেডারেল সার্ভিস অব মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশন, রাশিয়ান ফাউন্ডেশন ফর অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস ইন দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি, এনপিও লাভোচকিন ডিজাইন ব্যুরো, কামাজ ট্রাক মেকার, স্কোলকোভো ফাউন্ডেশন এবং স্কোলকোভো বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট।

এ ছাড়া জাপান সরকার বলেছে শিগগিরই তারা রাশিয়ার এমন কিছু পণ্য রপ্তানি নিষিদ্ধ করবে, যা দেশটির শিল্পের প্রসারে সহায়তা করে। তবে তাদের এসব পণ্যের তালিকা পরে তৈরি করা হবে।

দেশটির এমন সিদ্ধান্তের পর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

মার্কিন সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্য শুক্রবার ৮০টি রুশ কোম্পানির ওপর নতুন রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে জাপান।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, “নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে রাশিয়ান ব্যক্তি ও গোষ্ঠীর সম্পদ জব্দ করা, রাশিয়ার সামরিক সম্পর্কিত সংস্থাগুলোতে পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এবং রাশিয়ায় নির্মাণ ও প্রকৌশল পরিষেবা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা।”

Link copied!