• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার ইউক্রেনে শক্তিশালী মিসাইল ছুড়ল রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৪:৫২ পিএম
এবার ইউক্রেনে শক্তিশালী মিসাইল ছুড়ল রাশিয়া
দূরপাল্লার মিসাইল। ফাইল ফটো

এবার ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো শক্তিশালী আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে রাশিয়া। এমনটি দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে এ মিসাইল ছোড়া হয়।

ইউক্রেন জানায়, রাশিয়ার আসট্রাখান থেকে মিসাইলটি ছোড়া হয়েছে। ভোলোগোরোদের দক্ষিণ-পূর্ব দিকের এই অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত। রাশিয়া তাদের দানিপ্রো অঞ্চলের ‘দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে’ ভোররাতে এই হামলা চালায়। এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে; সে বিষয়টি স্পষ্ট করেনি তারা।

শক্তিশালী এই আন্তঃমহাদেশীয় মিসাইলটি আটকানো হয়েছে কিনা, সেটিও জানায়নি ইউক্রেনীয় বিমান বাহিনী। তবে রাশিয়ার ছোড়া ছয়টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আন্তঃমহাদেশীয় মিসাইলগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হতে পারে। এই মিসাইলটি বিস্ফোরক ছাড়াও পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে।

এর আগে রাশিয়ার ক্রুস্ক অঞ্চলকে লক্ষ্য করে গত ২ দিনে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন। এই হামলার পরপরই ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়ল মস্কো।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!