• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ১০:৩৪ এএম
বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরু

রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র পেতে শুরু করেছে বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। একটি সামরিক অস্ত্রাগারের সামনে দাঁড়িয়ে লুকাশেঙ্কো বলেন, “রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ও বোমা এসেছে। বোমাগুলো জাপানের নাগাসাকি ও হিরোশিমায় নিক্ষেপিত পারমাণবিক বোমার চেয়েও তিন গুণ বেশি শক্তিশালী।”

সোভিয়েত আমলের পর প্রথমবারের মতো নিজ ভূখণ্ডের বাইরে কোনো দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে চলেছে রাশিয়া। স্বভাবতই বিষয়টি ভালো দৃষ্টিতে দেখছে না যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।

চলতি বছরের মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন শুক্রবার বলেছিলেন, রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে। অস্ত্রগুলো রাখার জন্য বিশেষ স্টোরেজ প্রস্তুত হওয়ার পরে বেলারুশে অস্ত্র মোতায়েন শুরু হবে।

এর আগে পুতিন গত মার্চ মাসে ঘোষণা করেছিলেন বেলারুশ তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনে সম্মত হয়েছেন। এদিকে বহু দশক ধরে ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র এ ধরনের অস্ত্র মোতায়েন করে আসছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!