ক্রিমিয়া ব্রিজে হামলার একদিন পরেই ইউক্রেনের রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠেছে দেশটির রাজধানী। আল-জাজিরা জানায় সোমবার (১০ অক্টোবর) রাতভর এই হামলা চালায় রাশিয়া।
এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা করেনি রাশিয়া। এই হামলায় এখন পর্যন্ত সেখানে ৫ জন নিহত সহ ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কিয়েভের পুলিশ জানায়, রাজধানীর কেন্দ্রে মূল বিস্ফোণগেুলো হয়েছে।
ইউক্রেনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার প্রতিবাদে কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুবেলা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন এক টুইট বার্তায়।
এদিকে এই ঘটনার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত শান্তিপূর্ণভাবে অবস্থার উন্নতি করার আহ্বান জানিয়েছে। তবে ইউক্রেনের রাষ্ট্রপতির এক সহযোগী জানিয়েছেন, তারা রাশিয়া সমস্যা শক্তি প্রয়োগ করে সমাধান করবেন।
এর আগে এক সভায় ক্রিমিয়া ব্রিজে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সেখানে হামলাটিকে ইউক্রেনের সন্ত্রাসী কাজ বলে উল্লেখ করেন।