• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘূর্ণিঝড়ের আগে প্রবল বৃষ্টিতে প্লাবিত রানওয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৫:১৪ পিএম
ঘূর্ণিঝড়ের আগে প্রবল বৃষ্টিতে প্লাবিত রানওয়ে
পানিতে ডুবে যাওয়ায় রানওয়ে। ছবি : এনডিটিভি।

ঘূর্ণিঝড় মিগজাউম শুরুর আগে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে তামিলনাডু রাজ্য। ভারী বৃষ্টিপাতের জেরে রাজধানী চেন্নাইয়ের অনেক অংশ ডুবে গেছে। এমনকি রানওয়ে পানিতে ডুবে যাওয়ায় অনেকগুলো ফ্লাইট বাতিল হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার আগে ঘূর্ণিঝড় মিগজাউম এখন তামিলনাড়ুর উত্তর উপকূলের আরও কাছে চলে এসেছে। এতে টানা বৃষ্টিপাতের কারণে চেন্নাইতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের দিকে এই ঘূর্ণিঝড় আঘাত হানার কথা। তবে তার আগেই তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টিতে বেহাল অবস্থা চেন্নাইয়ে। তামিলনাড়ুর এই রাজধানী শহর পানির নিচে চলে গেছে। এমনকি রাস্তায় থাকা গাড়িগুলো পানিতে ডুবে গেছে।

ভয়াবহ এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ শহরের স্কুল বন্ধ করার নির্দেশ দিয়ে লোকজনকে বাড়িতে থাকতে বলেছে। তামিলনাড়ু সরকার সোমবার ছুটির দিন ঘোষণা করেছে। এছাড়া চেন্নাইয়ের রাস্তা পানিতে প্লাবিত হওয়ার বহু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির পানি বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করায় বেশ কিছু ফ্লাইট গ্রাউন্ডেড করা হয়েছে। পানি অতিরিক্ত জমে যাওয়ায় বাধ্য হয়ে ১২টি প্লেনকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। এছাড়া চেন্নাইতে প্রবল বেগে বাতাস থাকায় কর্তৃপক্ষ রাত ১১টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় শহরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ও ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) চেন্নাই এবং আশপাশের অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ঘূর্ণিঝড় মিগজাউম মঙ্গলবার দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তারপর সেটি ১০০ কিলোমিটার গতিবেগে উত্তর তামিলনাড়ুর দিকে যাবে। মূলত চেন্নাই থেকে ১৭০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। এ বিষয়ে ভারতের দক্ষিণের রাজ্যগুলো ও ওড়িশাকে এর মাঝেই সতর্ক করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!