• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

বাগদাদে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ১০:৪৮ এএম
বাগদাদে মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা
রকেট হামলার পর মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত ‘গ্রিন জোনে’ মার্কিন দূতাবাস ও পার্শ্ববর্তী এলাকায় রকেট হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে হওয়া এ হামলায় কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

এদিকে মার্কিন ও ইরাকের সামরিক কমকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, সরকারি কর্মকর্তাদের আবাসন ও কূটনৈতিক ভবনের পাশে একাধিক রকেট পড়েছে।

ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এ হামলায় ১৪টি কাতুশাহ রকেট ছোড়া হয়েছিল। মার্কিন দূতাবাসের ফটকের কাছে কয়েকটি রকেট এবং বাকিগুলো কাছাকাছি টাইগ্রিস নদীতে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাগদাদের কূটনৈতিক এলাকায় রকেট হামলা হতে দেখা যায়। সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছিল।

এদিকে মার্কিন দূতাবাস জানায়, বাগদাদে তাদের দূতাবাস প্রাঙ্গণে দুটি রকেট পড়েছে।

এ ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা জোরদার করেছে ইরাক সরকার। তবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।

Link copied!