দুই দিনের সফরে ইসরায়েল যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে তার তেল আবিবে পৌঁছানোর কথা রয়েছে।
সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট ইসাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই অঞ্চলে দুই দিনের সফরে সুনাক আরও কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন।
ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, হামাসের হামলার জের ধরে ইসরায়েল ও গাজায় যে প্রাণহানি ঘটেছে, তাদের প্রতি নিজের সমবেদনা জানাবেন সুনাক।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিও আগামী কয়েক দিনে মিসর, তুরস্ক ও কাতার সফর করবেন।
এদিকে সফরের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন, “প্রতিটি বেসামরিক মানুষের মৃত্যুই দুঃখজনক। হামাসের ভয়ংকর হামলায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে।”