হতাশ কমলা হ্যারিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৪:১৩ পিএম
হতাশ কমলা হ্যারিস
কমলা হ্যারিস। ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার শেষ মুহূর্তে উত্তেজনা কিছুটা কমেছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে ব্যবধান অনেক। এই মুহূর্তে ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল, কারণ তিনি বেশিরভাগ সুইং স্টেটে এগিয়ে আছেন এবং সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন। এই অবস্থায় হতাশ হয়ে সমর্থকদের উদ্দেশে বুধবার (৬ নভেম্বর) রাতের পূর্বনির্ধারিত বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কমলা হ্যারিস।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কমলার প্রচার শিবিরের একজন সিনিয়র সদস্য বলেন, “আজ রাতে কমলা হ্যারিস বক্তব্য দেবেন না।”

এই ঘোষণার পর থেকেই ডেমোক্রেটিক দলের সমর্থকরা কমলার কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেন। বড়পর্দায় ভোটের ফলাফল দেখানো হচ্ছিল, আর এমন সময়েই ট্রাম্পের সুইং স্টেটগুলোর প্রাথমিক বিজয়ের সংবাদ প্রকাশ পায়। এর পরপরই কমলার প্রচার শিবির থেকে বক্তব্য প্রত্যাহারের ঘোষণা আসে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৪৮টি ইলেকটোরাল ভোট। অন্যদিকে, ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪টি ভোট।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

Link copied!