যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী ডোমিনিক রাব পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে গত একমাস ধরে আচরণগত ত্রুটির অভিযোগে স্বাধীনভাবে তদন্ত চলছে।
শুক্রবার (২১ এপ্রিল) তিনি পদত্যাগ করেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পদত্যাগের বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাককে একটি চিঠি লিখেছেন রাব। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা চিঠিতে উল্লেখ করেছেন, এই তদন্ত এক বিপজ্জনক নজির গড়েছে। তবে সরকারের প্রতি তার সমর্থন থাকবে।