• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

উত্তরাখণ্ডের টানেল থেকে কয়েকজনকে উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০৯:২৩ পিএম
উত্তরাখণ্ডের টানেল থেকে কয়েকজনকে উদ্ধার
সিল্কিয়ারার টানেলে চলছে উদ্ধার কাজ। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের সিল্কিয়ারার টানেলে ১৭ দিন আটকে থাকা শ্রমিকদের ভেতর থেকে উদ্ধার করা শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে বাকিদের বের করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, এরই মধ্যে টানেলের ভেতর থেকে ১৭ জনকে বের করা হয়েছে। বাকিরাও বের হওয়ার অপেক্ষায় রয়েছেন। উত্তোলন প্রক্রিয়াটি প্রতিটি শ্রমিককে পৃষ্ঠের অবস্থার সঙ্গে পুনরায় খাপ খাইয়ে নিতে সময় নিচ্ছে। এখানে তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

উদ্ধার করা প্রথম তিন শ্রমিককে বিশেষভাবে পরিবর্তিত স্ট্রেচারে করে বের করে আনা হয়েছে।

গত ১২ নভেম্বর থেকে সিল্কিয়ারা টানেলে আটকে আছেন শ্রমিকেরা। সেই থেকে বিভিন্ন উপায়ে চলে উদ্ধারের চেষ্টা। একটি পরিকল্পনা ব্যর্থ হলে অন্য পরিকল্পনা গ্রহণ করে এগিয়েছে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত ইঁদুরের মতো গর্ত খনন করে উদ্ধারকাজ চালানো হয়েছে। যন্ত্রের পরিবর্তে হাত দিয়েই হয়েছে খননকাজ। তা সফলও হয়েছে।

Link copied!