• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

অস্ট্রেলিয়ায় শেখ মুজিবের মূর্তি অপসারণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৪:১৫ পিএম
অস্ট্রেলিয়ায় শেখ মুজিবের মূর্তি অপসারণ

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারামাটা ক্যাম্পাস থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তারা মূর্তিটি আইন অনুষদের সামনের উন্মুক্ত স্থান থেকে সরিয়ে নিয়েছে।

২০১৭ সালে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্যারামাটা ক্যাম্পাসে শেখ মুজিবের একটি মূর্তি স্থাপন করা হয়। মূর্তিটি স্থাপনের পক্ষে যুক্তি হিসেবে শেখ মুজিবকে বঙ্গোপসাগরের সামুদ্রিক আইন প্রণয়নের পথিকৃৎ হিসেবে উপস্থাপন করা হয়।

প্রথম থেকেই মূর্তিটির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকে আপত্তি জানিয়ে আসছিলেন। তাদের যুক্তি ছিল, গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার চর্চা যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে একদলীয় শাসন কায়েম করা একজন নেতার মূর্তি স্থাপন করা অনৈতিক।

২০২৪ সালের বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসী বাংলাদেশিরা এই দাবি আরও জোরালো করেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শেখ মুজিবের একদলীয় শাসন, মানবাধিকার লঙ্ঘন এবং দমননীতির ইতিহাস তুলে ধরেন। দীর্ঘ আলোচনার পর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূর্তিটি সরানোর সিদ্ধান্ত নেয়।

Link copied!