সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই দিন চাঁদ দেখা গেলে পরের দিন ১ মার্চ, এসব দেশে শুরু হবে মাহে রমজানের প্রথম রোজা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এবারের রমজান একটি বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ এটি হলে চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার এক বিরল ঘটনা প্রত্যক্ষ করবে মুসলিম বিশ্ব। প্রতি ৩৩ বছর পর পর মাত্র একবার এই সমাপতন ঘটে, যেখানে আরবি বর্ষপঞ্জির রমজান মাসের প্রথম দিন এবং ইংরেজি বর্ষপঞ্জির মার্চ মাসের প্রথম দিন একই দিনে আসে।
সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের ভিত্তিতে সৌর বর্ষপঞ্জিকা গণনা করা হয়, যেখানে সাধারণ বছর ৩৬৫ দিন ও লিপ ইয়ার ৩৬৬ দিনের হয়। অন্যদিকে চন্দ্রবর্ষপঞ্জিকার গণনা হয় চাঁদের পর্যায় বা চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে। চাঁদের এই ভিন্ন গতি থাকার ফলে প্রতিবছর রমজান মাস ইংরেজি বর্ষপঞ্জির ভিন্ন ভিন্ন দিন ও মাসে শুরু হয়। তবে প্রতি ৩৩ বছরে একবার এই দুটি পঞ্জিকা একসঙ্গে মিলে যায়, ফলে এবারের মতো মার্চের প্রথম দিনেই শুরু হতে যাচ্ছে রমজান।
জ্যোতির্বিদরা বলছেন, ২৮ ফেব্রুয়ারি রাতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাবে। যদি ওই দিন চাঁদ দেখা যায়, তবে সেদিন রাতেই পড়া হবে প্রথম তারাবির নামাজ এবং ১ মার্চ পালিত হবে প্রথম রোজা।
সৌদিসহ বেশির ভাগ দেশ এখনো খালি চোখে চাঁদ দেখাকে রমজান মাস শুরুর মূল নির্ণায়ক হিসেবে গ্রহণ করে। তবে কিরগিজস্তান, কাজাখস্তানের মতো কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাবের ভিত্তিতে আগেই ঘোষণা দিয়েছে যে তারা ১ মার্চ থেকেই রোজা রাখা শুরু করবে।
এমন বিরল সমাপতনের সাক্ষী হতে চলেছে মুসলিম বিশ্ব, যা শেষবার ঘটেছিল ১৯৯১ সালে এবং পরবর্তীবার এটি ঘটবে ২০৫৭ সালে।