• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাহুলই বিরোধীদলীয় নেতা, প্রধানমন্ত্রী মোদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৮, ২০২৪, ০৭:২৫ পিএম
রাহুলই বিরোধীদলীয় নেতা, প্রধানমন্ত্রী মোদি

ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা কে হবেন? এমন প্রশ্ন নিয়ে কয়েকদিন ধরে দলের ভেতরেই আলোচনা হয়েছে। তবে শেষ অবধি রাহুল গান্ধিকেই মনোনীত করেছে কংগ্রেস।

শনিবার (৮ জুন) কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে সর্বসম্মতিক্রমে। এতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধি, সোনিয়া গান্ধিসহ শীর্ষ নেতারা অংশ নেন। খবর এনডিটিভির। যদিও বিষয়টি ভেবে দেখার জন্য সময় চেয়েছেন রাহুল গান্ধি।

কংগ্রেসের সিনিয়র নেতা কেসি ভেনুগোপালের মতে, এবারের লোকসভায় বিরোধীদলীয় নেতার পদের জন্য সবচেয়ে যোগ্য রাহুলই। শুধু কেসি ভেনুগোপালই নন, কংগ্রেসের ৯৯টি আসনে জয়ের জন্য রাহুল গান্ধিকেই কৃতিত্ব দিচ্ছেন সবাই।

কেসি ভেনুগোপাল বলছেন, বিরোধীদলীয় নেতা হতে ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে এরমধ্যেই রাহুল গান্ধিকে অনুরোধ জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগিরই রাহুল গান্ধি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

২০১৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস মাত্র ৫২টি আসনে জয় পেয়েছিল। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯-এ।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নিতে যাচ্ছেন। তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি অনুমোদনও দিয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!