• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১, ১৪ রবিউস সানি ১৪৪৬

অনুমতি ছাড়া হজ করলে যে শাস্তি পেতে হবে প্রবাসীদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৪, ০৯:৪৯ পিএম
অনুমতি ছাড়া হজ করলে যে শাস্তি পেতে হবে প্রবাসীদের
হজযাত্রী। ফাইল ফটো

অনুমতি ছাড়া কোনো প্রবাসী পবিত্র হজ পালন করতে গেলে তাকে নিজ দেশে ফেরত পাঠাবে সৌদি আরব। এছাড়া নির্দিষ্ট একটি সময়ের জন্য আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি এই বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার। আগামী ২০ জুন পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

সৌদির ঘোষণা অনুযায়ী, এবার অনুমতি ছাড়া কাউকে হজ করতে দেওয়া হবে না। অনুমতি ছাড়া কেউ মক্কা, পবিত্র স্থান, হারামাইন ট্রেন স্টেশন, নিরাপত্তা চৌকি, স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী চেকপয়েন্টগুলোর কাছে যেতে পারবেন না।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, অনুমতি ছাড়া কোনো নাগরিক বা বিদেশি পর্যটক হজ পালন করতে যান তবে তাদের ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ লাখ ১২ হাজার টাকারও বেশি।

এ ছাড়া অনুমতি ছাড়া কেউ যদি হজযাত্রীদের পরিবহন সুবিধা দেয় ছয় মাসের জেল ও ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে, বাংলাদেশি মুদ্রায় যা ১৫ লাখ টাকারও বেশি।

এ ছাড়া অনুমতি ছাড়া যারা হজযাত্রীদের পরিবহন করবে তাদের প্রথমে জেলে পাঠানো হবে। সেখানে তাদের ছয় মাস আটকে রাখা হবে। এরপর ফেরত পাঠানো হবে নিজ দেশে।

Link copied!