• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জিম্মিদের মুক্তির চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ১২:১০ পিএম
জিম্মিদের মুক্তির চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ

গাজায় থাকা জিম্মিদের মুক্তির চুক্তির দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে মানুষ সমাবেশ করেছেন প্রায় এক লাখ মানুষ। শনিবার ( ৬ এপ্রিল) তেল আবিব ছাড়া ইসরায়েলের অন্যান্য শহরেরও সমাবেশ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিম্মি এলাদ কাৎজিরের মরদেহ উদ্ধার করার পর তেল আবিবসহ ইসরায়েলের অন্যান্য শহরে সমাবেশ হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সমাবেশে বিক্ষোভকারীরা ‘এখনই নির্বাচন’ এবং ‘এলাদ, আমরা দুঃখিত’ বলে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা গাজায় হামাস ও তার সহযোগীদের হাতে থাকা প্রায় ১৩০ জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের অক্ষমতা নিয়ে হতাশা প্রকাশ করেন।

প্রতিবাদকারী নোয়াম পেরি বিবিসির এক সাংবাদিককে বলেন, “এলাদ তিন মাস বন্দিদশায় টিকে থাকতে পেরেছিলেন। তার আজ আমাদের সঙ্গে থাকা উচিত ছিল। তিনি আজ আমাদের সঙ্গে থাকতে পারতেন।”

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। সেই থেকে নৃশংস গাজা যুদ্ধ শুরু। একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে মিসরের কায়রোতে মিলিত হওয়ার পরিকল্পনা করছেন আলোচকেরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!