• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬
নাইজেরিয়া

বন্যায় কারাগারের দেয়াল ধস, পালাল ২৮১ বন্দী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০১:৪৫ পিএম
বন্যায় কারাগারের দেয়াল ধস, পালাল ২৮১ বন্দী
নাইজেরিয়ার মানচিত্র।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদিগুরি শহরের একটি কারাগারের দেয়াল ধসে ২৮১ জন বন্দী পালিয়ে গেছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) নাইজেরিয়ার কারা কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

নাইজেরিয়া কারেকশনাল সার্ভিসেসের (কারা কর্তৃপক্ষ) মুখপাত্র উমর আবুবকর এক বিবৃতিতে বলেন, পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে নিরাপত্তা সংস্থাগুলো অভিযান চালিয়েছিল। অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য বন্দীদেরও আটকের চেষ্টা চলছে।

আবুবকর আরও বলেন, বন্যার কারণে শহরের স্টাফ কোয়ার্টারগুলোর পাশাপাশি মিডিয়াম সিকিউরিটি কাস্টডিয়াল সেন্টার এবং বিভিন্ন সংশোধনাগারের দেয়াল ভেঙে পড়ে।

বর্নো রাজ্যের রাজধানী মাইদিগুরিতে গত সপ্তাহে বন্যা দেখা যায়, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ভারী বৃষ্টির পর একটি বাঁধের পানি উপচে পড়লে এ বন্যা দেখা দেয়। এতে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি চিড়িয়াখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার কুমির ও সাপ বন্যার পানিতে ভেসে গেছে।

Link copied!