• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

সৌদি আরবে ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৯:৫৫ এএম
সৌদি আরবে ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথম দিন হবে আগামী ৩০ মার্চ। এ তথ্য জানিয়েছে কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র।

সংস্থাটির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ২৯ মার্চ  ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরব ও কুয়েতে আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য; কিন্তু অসম্ভব হবে না।

কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানায়, আগামী ২৯ মার্চ শনিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। এতে করে এই দেশগুলোয় ওই দিন ঈদ শুরু হবে না। দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। কিন্তু তারা হয়তো ৩০টি রমজান পূর্ণ করবে।

কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও জানায়, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব-িস্ব দেশের চাঁদ দেখা কমিটি।
 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!