মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার দায়ে ইরানের জনপ্রিয় পপ তারকা আমির হোসেন মাগসুদলুকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন দেশটির আদালত।
সোমবার (২০ জানুয়ারি) এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে জানা যায়, আমির হোসেন মাগসুদলু ইরানের জনপ্রিয় পপ তারকা। তিনি ‘তাতালু’ নামেও পরিচিত। এর আগে ধর্ম অবমাননাসহ বিভিন্ন অপরাধে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের প্রসিকিউটরের আপত্তির ভিত্তিতে মামলাটি পুনরায় খোলা হয়। নতুন শুনানিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
তাতালুর বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে ইসলামিক মূল্যবোধের বিরুদ্ধে ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রচার, ‘পতিতাবৃত্তি’ উৎসাহিত করা, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রচারণা চালানো। এসব অপরাধের জন্য আগে তাকে ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল।
৩৭ বছর বয়সী তাতালু ২০১৮ সাল থেকে তুরস্কের ইস্তাম্বুলে বসবাস করছিলেন। তবে ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে।
প্রতিবেদনে আরও বলা হয়, মৃত্যুদণ্ডের রায়টি এখনো চূড়ান্ত নয়। তিনি চাইলে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তাতালুর অতীত কর্মকাণ্ডের মধ্যে ২০১৫ সালে ইরানের পারমাণবিক কর্মসূচির পক্ষে একটি গান প্রকাশ, ২০১৭ সালে ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে একটি বিতর্কিত বৈঠকও উল্লেখযোগ্য।