• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বাণিজ্যিক ভবনে বিধ্বস্ত বিমান, নিহত ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৩:৩৩ পিএম
বাণিজ্যিক ভবনে বিধ্বস্ত বিমান, নিহত ২

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বাণিজ্যিক ভবনে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলেসের ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফুলারটন মিউনিসিপ্যাল ​​বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

ফুলারটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। আহতদের মধ্যে ১০ জন এখন হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ভবনের ছাদে গর্ত হয়ে গেছে এবং সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে।

একজন প্রত্যক্ষদর্শী মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বলেন, “আমরা একটি বিকট আওয়াজ শুনতে পাই। তারপর পালাতে শুরু করি।”

বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। 

Link copied!