• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

বিমানের ককপিটে বান্ধবীকে নিয়ে পাইলটের খোশগল্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ১২:৫৯ পিএম
বিমানের ককপিটে বান্ধবীকে নিয়ে পাইলটের খোশগল্প

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার এক বিমানে বান্ধবীকে নিজের ককপিটে ডেকে নিয়ে খোশগল্পে মাতলেন পাইলট। কীভাবে বিমান উড়ছে, তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখালেন সেই বান্ধবীকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, গত ২৭ ফেব্রুয়ারি দুবাই থেকে দিল্লি যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে এই ঘটনা ঘটে। সেই সময় প্রায় এক ঘণ্টা ককপিটেই কাটান সেই বিশেষ বান্ধবী।

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএর সুরক্ষা নীতি অনুযায়ী, এভাবে বাইরের কাউকে কখনোই বিমানের ককপিটে প্রবেশ করতে দেওয়ার অনুমতি নেই। কেবিন ক্রু-দের মধ্যে একজন বিষয়টি মোটেও ভালো চোখে নেননি। তিনি ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ করেন।

শুধু ককপিটে নিয়ে গিয়ে বান্ধবীকে অ্যাপায়নই নয়, বিমানকর্মীর অভিযোগ, ক্রুদের সঙ্গে কথা বলে বিমানচালক নির্দেশ দেন, তার বান্ধবীকে যেন বিজনেস ক্লাসের খাবার পরিবেশন করা হয়।

বিমান সংস্থাটির একজন কর্মকর্তা জানান, এই ঘটনা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করেছে।

গত ৩ মার্চ বিমানবালারা ডিজিসিএর কাছে এই অভিযোগ জমা দেন। এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Link copied!