• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬

আফগানিস্তানের গণমাধ্যমে নিষিদ্ধ হচ্ছে জীবিতদের ছবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৫:৫১ পিএম
আফগানিস্তানের গণমাধ্যমে নিষিদ্ধ হচ্ছে জীবিতদের ছবি

আফগানিস্তানের গণমাধ্যমে ‘জীবিত মানুষ ও প্রাণীর’ ছবি প্রকাশ নিষিদ্ধ করছে তালেবান সরকার। দেশটির নৈতিকতা মন্ত্রণালয় এ বিষয়ে নতুন এক আইন বাস্তবায়নের অঙ্গীকার করেছে।

সোমবার (১৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে এএফপি।

নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচার মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এএফপিকে বলেন, এই আইন আফগানিস্তান জুড়ে কার্যকর হবে এবং তা ধাপে থাপে বাস্তবায়ন করা হবে।

তালেবান সরকারের বিচার বিভাগ সম্প্রতি কঠোর শরিয়া আইনকে আনুষ্ঠানিকতা দেওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঘোষণা দিয়েছে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই এই আইন বাস্তবায়নে কাজ করছে তালেবান।

নতুন আইনে গণমাধ্যমের জন্য বেশ কিছু নীতিমালা বেঁধে দেওয়া হয়েছে, যার মধ্যে জীবিত মানুষ ও প্রাণীর ছবি প্রকাশ নিষিদ্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইসলাম ধর্মকে নিয়ে কোনো রসিকতা, অবমাননা ও বিরোধিতাকেও নিষিদ্ধ করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!