ঈদুল ফিতর ও রমজানের শেষ শুক্রবারে জুমাতুল বিদার নামাজের আগে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাট পুলিশ রাস্তায় নামাজ পড়া লোকদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে।
পুলিশ বলেছে, নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফলে তাদের পাসপোর্ট বাতিল ও ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হতে পারে। শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মিরাটের পুলিশ সুপার (শহর) আয়ুশ বিক্রম সিং বলেছেন, স্থানীয় মসজিদ বা নির্ধারিত ঈদগাহে ঈদের নামাজ পড়া উচিত এবং কারও রাস্তায় নামাজ পড়া উচিত নয়।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) নেতা জয়ন্ত সিং চৌধুরী বলেছেন, “যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়, তাহলে তাদের পাসপোর্ট ও লাইসেন্স বাতিল করা যেতে পারে এবং আদালত থেকে কোনো অনাপত্তি সনদ (এনওসি) ছাড়া নতুন পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে পড়বে। আদালত কর্তৃক ব্যক্তিদের ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এই ধরনের নথিপত্র বাজেয়াপ্ত থাকে।”
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রমজান মাসের শেষ জুমার নমাজ এবং ঈদের আগে এই নির্দেশিকা ঘিরে প্রবল হইচই পড়ে গেছে উত্তর প্রদেশে। ঈদে অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয়েছে প্রভিন্সিয়াল আর্ম কনস্টাব্যুলারি (পিএসি) এবং ব়্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ)।