• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের অর্থমন্ত্রী হলেন ইসহাক দার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৬:৫৪ পিএম
পাকিস্তানের অর্থমন্ত্রী হলেন ইসহাক দার

পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসহাক দার। আল-জাজিরা জানায়, বুধবার (২৮ সেপ্টেম্বর) ইসলামাবাদে নতুন অর্থমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলী।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইসহাক দার পাকিস্তানের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এর আগেও চার বারের অর্থমন্ত্রী ছিলেন ৭২ বছর বয়সী এই রাজনীতিবিদ। তবে অন্যান্যবারের তুলনায় এবার তাকে মোকাবিলা করতে হবে বন্যা সৃষ্ট ধ্বংসাত্মক পরিস্থিতিসহ নানা আর্থিক সংকট।

তবে নতুন অর্থমন্ত্রী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আর সুদ হার কমানোর দিকেই প্রথমে নজর দেবেন বলে জানিয়েছেন। দপ্তর গ্রহণের পর এই বিষয়টিকেই প্রধান্য দেবেন তিনি।

এর আগে পদত্যাগ করেন পাকিস্তানের সদ্য সাবেক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। রোববার (২৫ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান তিনি। নানা সংকটের মধ্যে মাত্র ছয়মাসের মাথায় পদত্যাগ করেন ইসমাইল। তবে যাবার আগে আইএমএফ থেকে ১৭০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের ব্যবস্থা করে গেছেন তিনি।

পাঁচ বছর নির্বাসনে থাকার পর পাকিস্তানে ফিরেছেন ইসহাক দার। পাকিস্তানের ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময় দায়িত্ব নিলেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!