কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) বৃহস্পতিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান সেনাদের পক্ষ থেকে প্রথমে প্ররোচনামূলক গুলিবর্ষণ করা হয়। জবাবে ভারতীয় সেনারাও গুলি ছোড়েন।
সামরিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকরভাবে প্রতিহত’ করেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই গোলাগুলির ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন কয়েক দিন আগেই জম্মু ও কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গত মঙ্গলবার পেহেলগামে হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হয়েছেন।