• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

ভারতের ‘স্পাই ড্রোন’ ভূপাতিত করল পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৩:৫৮ পিএম
ভারতের ‘স্পাই ড্রোন’ ভূপাতিত করল পাকিস্তান
ভূপাতিত করা ড্রোন। ছবি : সংগৃহীত

পহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় কোয়াডকপ্টার (স্পাই ড্রোন) ভূপাতিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভিম্বর জেলার মানাওয়ার সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় এ ঘটনা ঘটে।

জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

নিরাপত্তা সূত্রের বরাতে জিও টিভি অনলাইন জানায়, সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে ভারতীয় কোয়াডকপ্টারটি ভূপাতিত করা হয়।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে এবং শত্রুর এই বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা ব্যর্থ করেছে। পাকিস্তান সেনাবাহিনী যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকরভাবে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

Link copied!