কাশ্মীরে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এ ঘটনায় প্রতিবাদ জানাতে মুসলিমদের শুক্রবার জুমার নামাজে কালো আর্মব্যান্ড পরার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি হায়দরাবাদ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) টুইটারে দেওয়া বার্তায় আসাদউদ্দিন ওয়াইসি বলেন, কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদ জানিয়ে তারা একটি বার্তা দিতে চান—বিদেশি ষড়যন্ত্রকারীদের কারণে ভারতীয় সমাজের শান্তি ও ঐক্য যেন বিপন্ন না হয়। তার ভাষায়, পেহেলগামের হামলা সন্ত্রাসীদের এমন এক সুযোগ করে দিচ্ছে, যার মাধ্যমে তারা কাশ্মীরি ভাইদের নিশানা বানাতে পারছে। দেশবাসীর উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দেন, ‘শত্রুদের চক্রান্তে জড়িয়ে পড়বেন না।’
ওই ভিডিও বার্তায় ওয়াইসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের দুর্বলতাও তুলে ধরেন। তিনি বলেন, পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটনা একটি বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা। একই সঙ্গে তিনি সংবিধানের আর্টিকেল ৩৭০ বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেন। হায়দরাবাদের এই সংসদ সদস্য বলেন, ‘এই হামলা প্রমাণ করে সরকারের প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়নের সময় এসেছে।’ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।