ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কুপইয়ান্সক শহর এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে ওই এলাকা ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। রাশিয়ার আক্রমণ তীব্র হওয়ার ফলে কুপইয়ান্সক শহরের স্থানীয় কতৃপক্ষ এই নির্দেশ জারি করেছে।
কুপইয়ান্সক হলো গত সেপ্টেম্বর মাসে রাশিয়ার কাছ থেকে ইউক্রেনীয় বাহিনীর মুক্ত করা অঞ্চলগুলোর মধ্যে এটি একটি।
গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া এই শহর দ্বিতীয়বারের মতো দখল করতে অভিযান জোরদার করেছে। জারি করা ঘোষণাটিতে বলা হয়েছে কুপইয়ান্সক শহর এবং ওস্কিল নদীর পূর্ব তীরে অবস্থিত যাওস্কিলিয়া শহরের বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সেই এলাকা ত্যাগ করতে হবে। একটানা বোমাবর্ষণের কারণে এবং নিরাপত্তা পরিস্থিতির জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী ওস্কীল নদীর পশ্চিমে ইউক্রেনের ফ্রন্ট লাইন ভাঙার জন্য আক্রমণ জোরদার করেছে। এছাড়া আকাশ পথে এবং স্থল পথে বোমাবর্ষনের হার বাড়িয়েছে।