ক্যালিফোর্নিয়ায় জিতে ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমালেন কমলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ১১:২৫ এএম
ক্যালিফোর্নিয়ায় জিতে ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমালেন কমলা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক স্টেট ক্যালিফোর্নিয়াতেই ৫৫ ইলেক্টোরাল ভোট পেয়েছেন কমলা হ্যারিস। এর মধ্য দিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমল তার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১০টি ইলেকট্রোরাল ভোট পেয়েছেন কমলা। অন্যদিকে ২৩০টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

রাজ্যটি বরাবরই ডেমোক্রেটদের দুর্গ। ২০২০ সালে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছিলেন জো বাইডেন। এবার এই রাজ্যে আবারও ডেমোক্রেট প্রার্থীর কাছে হারলেন ট্রাম্প। এই রাজ্যে কমলার বিজয় প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তার পথকে শক্তিশালী করবে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিস শহরাঞ্চলে বিশেষ করে লস এঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোতে ভালো করেছেন, যেখানে তিনি তরুণ ভোটার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে জোরালো সমর্থন পেয়েছেন। ক্যালিফোর্নিয়ার ফলাফল একটি গুরুত্বপূর্ণ জয়, কারণ এটি হ্যারিসকে নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোটে অর্জনে অনেক বেশি সহায়তা করবে।

এদিকে মার্কিন নির্বাচনের ফল নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। এই সুইং স্টেটগুলোতে ইলেক্টোরাল ভোট রয়েছে ৯৩টি। এর রাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

এর মধ্যে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ইলেক্টোরাল ভোট রয়েছে উত্তর ক্যারোলিনায়। আর এই রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। এখানে রয়েছে ১৬ ইলেক্টোরাল ভোট। উত্তর ক্যারোলিনায় ট্রাম্পের জয় ২০২০ সালের নির্বাচনে তার সাফল্যের প্রতিফলন। রাজ্যের শহুরে-গ্রামীণ এলাকায় এবং রক্ষণশীল ভোটারদের মধ্যে দৃঢ় সমর্থন পেয়েছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।

Link copied!