• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ে করছে না জাপানিরা, আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৪, ০৭:৫২ পিএম
বিয়ে করছে না জাপানিরা, আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ
জাপানি মেয়ে। ছবি : সংগৃহীত

জাপানে জন্মহার দিন দিন কমছেই। বর্তমান এটি অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই চিন্তার আশু সমাধান করতেই অভিনব উদ্যোগ নিচ্ছে টোকিওর সরকার। রাজধানীর বাসিন্দাদের জন্য একটি ডেটিং অ্যাপ বানাতে এবং বিয়ের প্রচারণা প্রকল্পের জন্য ১ দশমিক ২৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে টোকিও প্রশাসন। এবারের গ্রীষ্মেই অ্যাপটি চালু হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এপি নিউজ।

এপি নিউজের তথ্যানুসারে, এই অ্যাপের রেজিস্ট্রেশন শুধু ফটো আইডি নয় তার সঙ্গে আয়ের সনদ এবং নিজের সম্পর্কের অবস্থা (রিলেশনশিপ স্ট্যাটাস) নিশ্চিত করে একটি অফিশিয়াল ডকুমেন্টও দিতে হয় ব্যবহারকারীকে।

এই অ্যাপে ব্যবহারকারীর উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা, পেশাসহ ১৫ ক্যাটাগরির ব্যক্তিগত তথ্য দিতে হবে। এই সব তথ্যই যোগ্য পাত্র/পাত্রী দেখতে পাবেন।

এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর ব্যবহারকারীরা অ্যাপের অপারেটরের সঙ্গে বাধ্যতামূলক সাক্ষাৎ করবেন। সেখানে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে, তারা বিয়ের জন্য সঙ্গী খুঁজছেন, স্রেফ সময় কাটানোর জন্য নয়।

টোকিওর ৫০ বছর বয়সী বাসিন্দাদের মধ্যেই অবিবাহিতের হার সবচেয়ে বেশি। এই বয়স সীমায় থাকা ৩২ শতাংশ পুরুষ ও ২৪ শতাংশ নারী অবিবাহিত।

তবে টোকিওর বিয়ে করতে ইচ্ছুক ৬৭ দশমিক ৪ শতাংশ বাসিন্দা সক্রিয়ভাবে সঙ্গী খুঁজছেন না বলে উঠে এসেছে স্থানীয় সরকারের ২০২১ সালের এক জরিপে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!