যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সামরিক তৎপরতার ওপর নজরদারির জন্য উত্তর কোরিয়া মহাকাশে একটি উপগ্রহ পাঠাবে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৩০ মে) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এর বরাত দিয়ে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান রাই পিয়ং চোল এক বিবৃতিতে জানান, সামরিক নজরদারির উপগ্রহ জুন মাসে উৎক্ষেপণ করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রর বিপজ্জনক সামরিক তৎপরতা নজরদারি করার জন্য উত্তর কোরিয়া এ পদক্ষেপ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া এবং জাপান মিলে প্রায়ই কোরীয় উপদ্বীপে সামরিক মহড়া চালায়।
উত্তর কোরিয়া এসব মহড়াকে তার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের প্রস্তুতি বলে বিবেচনা করে।