• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোরিয়া সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০১:৫৯ পিএম
কোরিয়া সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

সম্প্রতি কোরিয়া পেনিনসুলার কাছে ক্ষেপণাস্ত্র ছোড়া যায়, এমন একটি সাবমেরিন নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তারই জবাবে জাপানের খুব কাছে সমুদ্রে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপান দুই দেশই এই খবরের সত্যতা স্বীকার করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, প্রায় ৪০০ কিলোমিটার অতিক্রম করে জাপান ও কোরিয়ার মাঝে জাপান সাগরে গিয়ে পড়েছে ক্ষেপণাস্ত্র দুটি। যুক্তরাষ্ট্র এ ঘটনার নিন্দা করেছে।

গত বেশ কয়েক বছর ধরে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। মাঝে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কের উন্নতির চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা বেশি দিন কার্যকর হয়নি। উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে কোরিয়া সাগরে একটি সাবমেরিন মোতায়েন করেছে। ওই সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপ করা যায়। তার উত্তরে ঠিক এভাবেই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিবাদ জানিয়েছিল উত্তর কোরিয়া।

মূলত দক্ষিণ কোরিয়ার সঙ্গে এখনো যুদ্ধে লিপ্ত উত্তর কোরিয়া। কারণ দুই দেশের মধ্যে কখনোই কোনো শান্তি চুক্তি সই হয়নি। কিন্তু বাস্তবে যুদ্ধ বন্ধ করা গেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কোরিয়া সাগরে একের পর এক সামরিক মহড়া করেছে, যা নতুন করে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়া এর তীব্র বিরোধিতা করেছে এবং একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এ বছর তথাকথিত যুদ্ধ জয়ের অনুষ্ঠান পালন করবে উত্তর কোরিয়া। তারা মনে করে ১৯৫৩ সালে দক্ষিণ কোরিয়াকে তারা যুদ্ধে হারিয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে উত্তর কোরিয়ায় যেতে পারেন চীনের প্রতিনিধিদল। যদি তা হয়, তাহলে কোরিয়া পেনিনসুলার রাজনীতি আরও জটিল হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!